স্টাফ রিপোর্টারঃ ২৫শে মার্চ ১৯৭১ পাকহাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে ঢাকা শহর ও আশপাশ এলাকায় রাতের আধারে নিরিহ লোকদের নির্বিচারে গুলি করে নৃশংসভাবে হত্যা করে সারা দেশে যে হত্যাকান্ড সংগঠিত করে তার প্রতিবাদে এবং মহান মুক্তিযুদ্ধে পাক হানাদারবাহিনী ও তাদের দোসর এই দেশের রাজাকার,আলবদর, আল সামস বাহিনীর সহযোগিতায় ৩০ লক্ষ বাঙালীকে হত্যা করে, তার প্রতিবাদে এবং ত্রিশ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চেতনায় একাত্তরে আয়োজনে রিকাবী বাজার, মিরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ জেলা, রাতের আধারে মোমবাতি প্রজ্জলন করা হয়।
উক্ত মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে অংশ নেন চেতনায় একাত্তর সম্পাদক,মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনির সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহাম্মদ,জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক,সালাহউদ্দিন আহাম্মেদ, মুক্তিযুদ্ধের যুদ্ধকালিন কমান্ডার আঃ রহিম, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, তিন নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক,আঃ বাছিত লাভলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আবুল বাসার,সৌরব আহাম্মে জনি, মোজাম্মেল হক, শাওন আহাম্মেদ জুম্মান,মেহেদী হাসানসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
Be the first to comment on "একাত্তরের শহীদদের স্মরণে চেতনায় একাত্তরের মোমবাতি প্রজ্জ্বলণ কর্মসূচী"