মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিতে ‘মুক্তি, মুক্তি’ এবং ‘কাকতাড়ুয়া’ নাটকের মহড়া চলছে।
থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জের পরিবেশনায় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৪ ও ২৫ মার্চ সন্ধ্যায় নাটক দুটি মঞ্চায়িত হবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নাটক দুটি মঞ্চায়িত করবে নাট্য সংগঠন থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জ দলের নাট্যকর্মীরা।
বরাবরের মতো দর্শকদের মুগ্ধ করতে তারা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জিয়া হায়দারের রচনায় ‘মুক্তি, মুক্তি’ নাটকের নির্দেশনা দিচ্ছেন থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, নাট্যকার ও নির্দেশক শিশির রহমান এবং সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ‘কাকতাড়ুয়া’ নাটকের নাট্যরুপ দিয়েছেন থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জ সভাপতি সাবেরা আক্তার ছবি এবং নির্দেশনা দিচ্ছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ দাস দ্বীপ।
নাট্যকার ও নির্দেশক শিশির রহমান বলেন, ‘মুক্তি, মুক্তি’ নাটকের গল্পে রয়েছেন একজন সরকারি কর্মচারি। তিনি একটি পোস্ট অফিসের কেরানি ছিলেন। মুক্তিযুদ্ধে যাওয়ার অপরাধে তার ছেলেকে ধরে নিয়ে যায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। ক্যাম্পে বন্দি করে তার কাছ থেকে তথ্য বের করার জন্য তাকে দিনের পর দিন টর্চার করা হয়।
এছাড়া, ‘কাকতাড়ুয়া’ নাটকটি খুবই প্রাণবন্ত একটি নাটক। এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে। যা বেশ সাড়া জাগিয়েছে।
মোজাম্মেল হোসেন সজল / অবজারভার
Be the first to comment on "‘মুক্তি, মুক্তি’ ও ‘কাকতাড়ুয়া’ নাটকের মহড়া"