জাতিসংঘ থেকে ঘোষিত স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল উত্তরণে বাংলাদেশ মর্যাদা অর্জন করায় মুন্সিগঞ্জে আনন্দ উৎসব হয়েছে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্নাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের হয়।এতে সকল শ্রেনী পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা স্বত:স্ফূর্ত অংশ গ্রহন করে।
পরে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসব সভা হয়। এতে শোভাযাত্রায় অংশ নেয় মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর রশিদ ( রাজস্ব) মো: এইচ এম রকিব হায়দার (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শওকত আলম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক আবু সালেহ খাঁ মো: মহিউদ্দিনসহ বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ।
জসিমউদ্দিন দেওয়ান/ মুন্সীগঞ্জ২৪
Be the first to comment on "মুন্সীগঞ্জে উন্নয়নশীল দেশে উত্তরণের উৎসবে আনন্দ শোভাযাত্রা"