মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর দেহবিহীন মস্তক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার খরাদবাড়ি থেকে পরত্যক্ত জায়গা থেকে একটি পলিথিনের শপিং ব্যাগের ভিতরে থাকা মুখমন্ডলসহ মাথাটি উদ্ধার করে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ জাফর হোসেন জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এই দেহবিহীন নারীর মস্তক উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কে বা কারা শিরুচ্ছেদ করে হত্যা করে নারীটিকে। পরে অপরাধিরা পার পাবার জন্য নিরব এই জায়গাটিতে মস্তক ফেলে রেখে গেছে। তবে ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
জসিম উদ্দীন দেওয়ান/ মুন্সীগঞ্জ২৪
Be the first to comment on "মুন্সীগঞ্জে অজ্ঞাতনামা নারীর দেহবিহীন মস্তক উদ্ধার"