মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জে সদরের রামপালে প্রগতি সংঘ আয়োজিত মাদক বিরোধী রামপাল ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ দেওসার যুব সংঘ। সোমবার বিকালে রামপাল হাই স্কুল মাঠে টসে জিতে সিপাহীপাড়া সানি কালাম ঐক্য পরিদষদকে হারিয়ে দেয়। খেলার প্রথমার্দে ও দ্বিতীয়ার্দে কোন টিমই গোল করতে পারেনী। পরে ট্রাইব্রেকারেও কোন দল গোল করতে না পারায় টস করা হয়। আর টসে জিতে চ্যাম্পিয়ন হয় দক্ষিন দেওসার যুব সংঘ। খেলায় ব্যাপক দর্শকের সমাগম ঘটে। উভয় দলে একাধিক বিদেশী খেলোয়ার অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড.মৃনাল কান্তি দাস।
খেলার উদ্ধোধন করবেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট কমিটির সভাপতি মো: আলী আহমেদ রাসেলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ, এশিয়া আর্চারী জাজ কমিটির সভাপতি মো: ফারুক ঢালী, রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর হাসান, রামপাল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: এনামুল হক সাইফুদ্দিন, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জিল্লুর রহমান, জেলা কৃষকলীগ সভাপতি মো: মহসীন মাখন, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভিপতি এড. গোলাম মাওলা তপন, ইউপি সদস্য আলী আজগর বেপারী, টুর্নামেন্ট কমিটির সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান হাওলাদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য আপন দাস, আই.এইচ শান্তনুর, মো: আলামিন ঢালী, মো: শিপু হাওলাদার ও শিপন ঢালী প্রমূখ।
এ সময় চ্যাম্পিয়ন এর পুরষ্কার গ্রহণ করেন মোমো: শেখ মনির হোসেন ।
টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দ প্রমূখ। এই খেলায় মোট ৬৪ টি টিম অংশ নেয়। খেলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Be the first to comment on "রামপালে ফুটবল কাপ ফাইনালে চ্যাম্পিয়ন দেওসার"