শিরোনাম

ডিবিসি’র সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

ডিবিসি’র সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

 

 

বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরা সাংবাদিক সুমন হাসানের উপর ডিবি পুলিশ কর্তৃক নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রোববার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সভাপতি, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, জেলা রোভারের সম্পাদক প্রভাষক মো. জুনায়েদ, দৈনিক সভ্যতার আলোর বার্তা সম্পাদক মামুনুর রশীদ খোকা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট লাবলু মোল্লা, মাহবুবুর রহমান, আব্দুস সালাম, শেখ মো. শিমুল, গোলজার হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক ফরিদুল হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সুমন, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, অ্যাডভোকেট মো. হালিম হোসেন, অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, হিরণ-কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার, নির্দেশক, জাহাঙ্গীর আলম ঢালী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মুন্সীগঞ্জ অ্যাপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক মিথুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক হুমায়ুন আহম্মেদ, শহর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট আরিফ হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মহসিন, সাংবাদিক সুজন পাইক, সাংবাদিক, লেখক মাহবুব আলম জয়, কবি অনু ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন আনু, মো. ফয়সাল হোসেন, সাজ্জাদ হোসেন, মুন্সীগঞ্জ রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা আরিফুর রহমান, সাধারণ সম্পাদক সাত্তার মুন্সী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, ক্যামেরা পারসন মো. জাফর মিয়া, রাজীব হোসেন বাবু, তরিকুল ইসলাম তানজিল, আমির হোসেন, আরাফাত রায়হান সাকিব, জহিরুল ইসলাম, সাকিব আহম্মেদ, নাজির হোসেন, হুমায়ুন কবীরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

—-অবজারভার

 

Be the first to comment on "ডিবিসি’র সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*