শিরোনাম

মুরমার ওয়াছিমউদ্দিন মিয়া আর নেই

 

স্টাফ রিপোর্টার : মিরকাদিমের  মুরমা  গ্রামের নিবাসী মো:  ওয়াছিমউদ্দিন মিয়া (৭৭) আর নেই। ইন্না লিল্লাহে রাজিউন…। তিনি শনিবার সকালে ১১ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।  মৃত্যুকালে স্ত্রীসহ ১ পুত্র ও ৪ কন্যা  সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর মুরমা জামে মসজিদে তার জানাজা নামাজ শেষে তাকে মুরমা সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  এ সময় তার জানাজা নামাজে অংশ নেয় মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, মো: রহিম বাদশা, মো: হারুন রশিদ, সাবেক কাউন্সিলর মো: শাহীন মাদবর, মিরকাদিম বাজার বনিক সমিতির সভাপতি সো: কাইয়ূম মাদবর, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয় ও জহিরুল ইসলাম শিপলুসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মো: ওয়াছিমউদ্দিন মুন্সীগঞ্জ জেলা তরুন সংঘের সদস্য মো: আলামিনের বাবা। পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।

 

 

Be the first to comment on "মুরমার ওয়াছিমউদ্দিন মিয়া আর নেই"

Leave a comment

Your email address will not be published.


*