নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষির্কী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে। এ উপলক্ষে শিশু সমাবেশ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ মার্চ) শনিবার সকালে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে শিল্পকলা একাডেমির প্রঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসকের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে র্যালীতে অসংখ্য মানুষের সমাগম ঘটে। পরে জন্মদিনের কেক কাটেন প্রশাসনসহ উপস্থিত নেতৃবৃন্দ। সকাল কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃনাল কান্তি দাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এইচ এম রকিব হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শওকত আলম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা,দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জল, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমূখ। এর আগে র ্যালি ও কেক কাটায় অংশ নেয় সাবেক সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এম ইদ্রিস আলী।
Be the first to comment on "মুন্সীগঞ্জে নানান আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন"