শিরোনাম

মিরকাদিমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক   : সদরের মিরকাদিমে নানা আয়োজনে বাঙালি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে মিরকাদিম পৌরসভার আয়োজনে পৌর কার্যালয় মাঠে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। কেক কেটে বিশাল একটি র ্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পৌরসভায় এসে শেষ হয়। এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

এতে মিরকাদদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন সভাপতিত্ব করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: কামাল আহমেদ, পৌর কাউন্সিলর মো: আব্দুল মজিদ, মো: আবদাল হোসেন, মো: আবু তাহের মিয়া, মো: রহিম বাদশা,  পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: নাছিরউদ্দিন, মনিরুজ্জামান শরিফ ও মাসুদ ফকরী খোকন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ।আলোচনা শেষে নৃত্য ও গানে গানে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়।

Be the first to comment on "মিরকাদিমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন"

Leave a comment

Your email address will not be published.


*