১৭ইমার্চ বঙ্গ বন্ধু তুমি ভূমিষ্ঠ হলে-
টুঙ্গিপাড়ার পল্লী গায়ে অন্ধ ঘরে আলোর
রশ্মি জ্বালালো মুজিব পরলো সারা-
বাংলার তরে,
এক অঙ্গলিতে জাগাত ঘুমন্ত বাঙালী কে
মানুষেরই ধারে ধারে যেত বুজাত চিনাত
লিখত মানুষ স্বাধীকার স্বাধীনতার কথা
মুজিব জন্মই মানুষের আত্যয় প্রত্যয় নিয়ে বাক স্বাধীনতার লক্ষ নিয়ে
চোখ জুড়ে ছিল চিন্তা চেতনা
আমন,ব্রো, আউশ ধানের ফসল জুড়ে
স্বপ্ন আর স্বপ্ন বাস্তব মুখি সব স্বপ্ন
দিন বদলের দিন কে স্বরন করেই তার
পদচারণা পথচলা দারিদ্র্যতা অশিক্ষিত
কৃতদাসকতার বিরুদ্ধে ছিল তার একনিষ্ঠ
বাক স্বাধীন চেতনা
তাইত তুমি উপাধি পেলে বঙ্গবন্ধু
সারা পৃথিবীর মানুষ মুখে মুখে
তোমার ৯৯বয়সের জয়ের গান সার্থক তোমার মা –
বাবা সার্থক তোমার পরিবার পরিজন
তোমার এই সোনার বাংলা সার্থক-
জয় বাংলা জয়ের ধ্বনী
Be the first to comment on "কবিতা বঙ্গবন্ধু- কবি মো: আওলাদ হোসেন"