স্টাফ রিপোর্টার : মিরকাদিমের রিকাবী বাজারে কচি কাকলি কিন্ডার গার্টেন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়টির প্রাঙ্গণে ক্ষুদে ক্রীড়াবিদরা বিভিন্ন বিভাগে খেলায় অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। এতে কচি কাকলি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যদের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মো. আবদুল মজিদ, রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুজ্জামান, জেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি মো: মাসুদ ফকরি খোকন প্রমূখ।
Be the first to comment on "মিরকাদিম রিকাবী বাজারে বার্ষিক ক্রীড়া উৎসব"