মাহবুব আলম জয় : মি. ঢাকা ওপেন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়েছেন মুন্সীগঞ্জের সিপাহীপাড়া ওল্ড জিমের উদ্যোক্তা ও পরিচালক মো: মিতু চোকদার, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন এই প্রতিযোগীতার আয়োজন করে। মিতু চোকদার তরুণদের জন্য ওল্ড জিম প্রতিষ্ঠা করে অনন্য ভূমিকা রিখে।মুন্সীগঞ্জে তার প্রতিষ্ঠিত ওল্ড জিম ব্যাপক পরিচিত অর্জন করে। সে এর আগেও বিভিন্ন প্রতিযোগীতায় বিভিন্ন পুরষ্কার লাভ করে। মিতু বলেন, মি. ঢাকা বডিবিল্ডিং এ তৃতীয় হয়েছি এটা আমার জীবনে অন্যতম প্রাপ্য। জিম দিয়ে তরুণদের নিয়ে বাজ করতে চাই। সকলে কাছে দোয়া চাই ভবিষ্যতে যেন আরো অর্জন করতে পারি।
Be the first to comment on "মি. ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগিতায় তৃতীয় স্থানে মুন্সীগঞ্জের মিতু চোকদার"