নিজস্ব প্রতিবেদক : নেপালে বাংলাদেশের নাটক ‘পাহাড়া’ মঞ্চস্থ হয়েছে। মুন্সীগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অন্বেষণ বিক্রমপুর এই নাটকটি পরিবেশন করে। নেপালের পোখারার মনোরম পরিবেশে সোমবার রাত ১১ টায় নাটকটি মঞ্চস্থ হয়েছে বলে জানা যায় । এই অঞ্চলের প্রখ্যাত শিক্ষালয় গুডউইল এ্যাক্টিভিটি স্কুলের আমন্ত্রণে মুকাভিনয়টি পরিবেশিত হয়। এটি নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালীর রচনা ও নির্দেশনা দেন। তত্ত্ববধানে ছিলেন নাট্যাভিনেতা মোঃ শামীম শেখ।
এতে অভিনয়ে আরও অংশ নেন অন্বেষণ বিক্রমপুরের সভাপতি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। মুখাভিনয় নাটক পাহাড়া নেপালে মঞ্চস্থ করে বেশ প্রশংসা কুঁড়িয়েছে অন্বেষণ বিক্রমপুর।
Be the first to comment on "নেপালে মঞ্চস্থ হলো মুন্সীগঞ্জের নাটক পাহাড়া"