শিরোনাম

নেপালে মঞ্চস্থ হলো মুন্সীগঞ্জের নাটক পাহাড়া

 

নিজস্ব প্রতিবেদক  : নেপালে বাংলাদেশের নাটক ‘পাহাড়া’ মঞ্চস্থ হয়েছে। মুন্সীগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অন্বেষণ বিক্রমপুর এই নাটকটি পরিবেশন করে। নেপালের পোখারার মনোরম পরিবেশে সোমবার রাত ১১ টায় নাটকটি  মঞ্চস্থ হয়েছে বলে জানা যায় ।  এই অঞ্চলের প্রখ্যাত শিক্ষালয় গুডউইল এ্যাক্টিভিটি স্কুলের আমন্ত্রণে মুকাভিনয়টি পরিবেশিত হয়।  এটি নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালীর রচনা ও নির্দেশনা দেন। তত্ত্ববধানে ছিলেন নাট্যাভিনেতা মোঃ শামীম শেখ।

এতে  অভিনয়ে আরও অংশ নেন অন্বেষণ বিক্রমপুরের সভাপতি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। মুখাভিনয় নাটক পাহাড়া নেপালে মঞ্চস্থ করে বেশ প্রশংসা কুঁড়িয়েছে অন্বেষণ বিক্রমপুর।

 

 

Be the first to comment on "নেপালে মঞ্চস্থ হলো মুন্সীগঞ্জের নাটক পাহাড়া"

Leave a comment

Your email address will not be published.


*