স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে ড.জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ মানবকন্ধন হয়েছে। রবিবার সকালে কাচারী শিল্পকলা চত্ত্বরে মানবকন্ধনে সরকারী হরগঙ্গা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। এ সময় আলোচনায় অংশ নেয় সরকারী হরগঙ্গা কলেজের শিক্ষক নেতা মো: শফিকুল ইসলাম, ঢাকা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য ও মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি মো: হুমায়ূন ফরিদ, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো: সাব্বির হোসাইন জাকির, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, মো: জুয়েল দেওয়ান,মো: রাব্বি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় ড.জাফর ইকবালের উপর হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন"