স্টাফ রিপোর্টার : মিরকাদিমে রিকাবী বাজার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া উৎসব হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন মিরকাদিমের পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। অনুষ্ঠানের উদ্ধোধন করেন পৌর কাউন্সিলর আবদুল মজিদ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মরিয়ম বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো: আবদাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর আবু তাহের মিয়া, মো: আব্দুর রহিম বাদশা, মো: হারুন রশিদ, জেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি মাসুদ ফবরী খোকন, প্রধান শিক্ষক ফাতেমা বেগমসহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরে বিভিন্ন বিভাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরষ্কার তুলে দেয়া হয়।
Be the first to comment on "মিরকাদিমে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ"