শিরোনাম

মুন্সীগঞ্জে দেশের প্রথম পতাকা ভাষ্কর্য পতাকা ৭১ উদ্ধোধন

 

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে শুক্রবার বিকেল দেশের প্রথম পতাকা ভাস্কর্য “পতাকা একাত্তর” এর উদ্ধোধন করা হয়েছে ।  শহরস্থ লিচুতলায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা এটি  উদ্বোধন করেন। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানুষের ঢলে পরিণত হয় লিচুতলা প্রাঙ্গণ।এটি ছয় দফা দাবির ছয়টি হাতের ওপর বাংলাদেশের মানচিত্র খচিত ১৯৭১ সালে বাংলাদেশের পতাকার আদলের এই ভাষ্কর্যটি নির্মাণ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ঘাট শিলা এটি নির্মাণ করেন।

এ সময়  বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের  সচিব এম ইদ্রিস আলী, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, দৈনিক কালেরকণ্ঠের সম্পাদক বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জয়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: এইচ. এম রকিব হায়দার  মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো: আনিসুজ্জামান, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মো: মহিউদ্দিন আহমেদ, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সাবেক সভাপতি শাহীন মো: আমানউল্লাহসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মুক্তিযুদ্ধাবৃন্দসহ অন্যন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । উদ্ধোধনের পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে দেশের প্রথম পতাকা ভাষ্কর্য পতাকা ৭১ উদ্ধোধন"

Leave a comment

Your email address will not be published.


*