জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলা বাজারে আগুনে পুড়ে গেছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একটি টেইলার্সের দোকান থেকে বিভিন্ন দোকানে আগুন ছড়িয়ে পরে বলে জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসন। ব্যবসায়ীরা প্রথমে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালালেও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এরই মাঝে বাজারের বিভিন্ন ধরনের ২০ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শওকত জোয়াদ্দার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিটস থেকে আগুনের সুত্রপাত হতে পারে। এই অগ্নিকান্ডে ব্যবসায়ীদের সোয়া কোটি টাকার পরিমান ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
—- মুন্সীগঞ্জ২৪
Be the first to comment on "মুন্সীগঞ্জের বাংলাবাজারে আগুনে পুড়ে গেছে ২০ টি ব্যবসা প্রতিষ্ঠান"