স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে এসপি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রামপাল ইউনিয়ন একাদশ। শনিবার বিকালে রিকাবী বাজার গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে মিরকাদিম পৌরসভা একাদশকে ৩-১ গোলে হারিয়ে দেয় রামপাল ইউনিয়ন একাদশ। খেলার প্রথমার্ধে শুরুতেই রামপাল দুটি গোল করে এগিয়ে থাকে। দিতীয়ার্ধে প্রতিপক্ষ মিরকাদিম একটি গোল করে। এর কিছুক্ষণ পরে রামপাল আরও একটি গোল করে ৩-১ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন অর্জন করে। এদিকে জাঁকজমকপূর্ণ এসপিকাপ ফুটবল টুর্নামেন্টে মাঠে ছিল বিভিন্ন এলাকার ফুটবল প্রেমীদের উপচে পড়া ভীড়।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ আয়োজিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের এমপি এড মৃণাল কান্তি দাস। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপি এমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, সদর থানার ওসি মো: আলমগীর হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: শামসুল কবির মাষ্টার, রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, শিলই ইউপি চেয়ারম্যান মো: লিটন,বেতকা ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু ও ক্রীড়া সংগঠক মো: আয়নাল হক স্বপন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ । এর আগে খেলায় মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নসহ এসপি কাপ ফুটবল টুর্নামেন্টে ১১ টি টিম অংশ নেয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে এসপি গোল্ডকাপ ফুটবলে রামপাল চ্যাম্পিয়ন"