স্টাফ রিপোর্টার : বাংলাদেশের মানুষের সড়কে চলাচল নিরাপদে হোক, এই গ্যারান্টি সামনে রেখে ২৫ বছর আগে প্রতিষ্ঠিত হয় নিরাপদ সড়ক চাই নামক একটি বেসরকারী প্রতিষ্ঠান নিরাপদ সড়ক চাই। জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী সড়ক দূর্ঘটনায় নিহত হবার পর ১৯৯৩ সালের ১ ডিসেম্বর নির্মিত হয় এই প্রতিণ্ঠানটি। এর পর থেকে এই দেশের মানুষের যাতায়াত নিরাপদ লড়াইয়ের সপক্ষে পদযাত্রায় আজও রাজপথে রয়েছে এই সংগঠনটি। কিন্তু কতোটুকু সফল তাঁরা? এমন প্রশ্ন থেকেই যায়। নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে চলতি মাসের চার তারিখে সড়ক দূর্ঘটনায় আহত হওয়া একাত্তর টিভির সাংবাদিক জসীম উদ্দীন দেওয়ানকে দেখতে যান, কমিটির সভাপতি মাসুদ ফকরি খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসিমা ইয়াসমিন এবং যুব বিষয়ক সম্পাদক ফারজান সুমন। আক্ষেপ তাদের থেকেই যায়। কবে পাবে তারা এই জাতীর জন্য নিরাপদ একটি সড়ক? এমন জিজ্ঞেসা স্বয়ং তাদের নিজের মনে। এসময় জসীম উদ্দীন দেওয়ান এর আহত হবার ঘটনায় সহমর্মিতা জ্ঞাপন করেন তারা ।
Be the first to comment on "সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক জসীমউদ্দীনকে দেখতে নিরাপদ সড়ক চাইয়ের নেতৃবৃন্দ"