মঈনউদ্দিন সুমন : মুন্সীগঞ্জে মঙ্গলবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা মিহির মৃধা (২২) নিহত হন। ছবি : সংগৃহীত
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য ফুল নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিহির মৃধা (২২) সিরাজদিখান উপজেলার বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি একই উপজেলার ইছাপুরা এলাকার আনোয়ার মৃধার ছেলে।
এ সময় একই ইউনিয়নের মো. জাকারিয়ার ছেলে জিসান (২২) ও মো. জামাল শেখের ছেলে মো. রানা (২২) আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অমর একুশে উপলক্ষে বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিহির অনুষ্ঠানের জন্য মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়ার ফুলের দোকান থেকে ফুল নিয়ে মোটরসাইকেলে রওয়ানা হন। যাওয়ার পথে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় মিহিরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলগীর হোসাইন জানান, মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
—- ntv online
Be the first to comment on "শহীদ মিনারে ফুল দেওয়া হলো না ছাত্রলীগ নেতার"