স্টাফ রিপোর্টার : ঢাকায় অমর একুশে বইমেলায় মুন্সীগঞ্জের একাধিক লেখকের বই প্রকাশ হয়েছে। জেলা সম্পর্কিত ও বিভিন্ন গল্প ও কবিতার এই বইগুলো ক্রেতা তালিকায় প্রাধ্যাণ্য পাচ্ছে। এর মধ্যে মুন্সীগঞ্জের জনপ্রিয় কবি যাকির সাইদের লেখা অন্তরতম গ্রন্থটি প্রকাশ করছে বেহুলাবাংলা প্রকাশন। বইটিতে যাকির সাইদ কাব্য দর্শণের বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। বইপত্র প্রকাশন হতে প্রকাশ হয়েছে তরুণ লেখক মাহবুব আলম জয়ের হে নবী তোমাকে ভালবাসি, মুন্সীগঞ্জের কৃতিমানদের জীবনগাঁথা ও সম্পাদিত এই দেশ এই মাটি। এই দেশ এই মাটি গ্রন্থে মুন্সীগঞ্জের ১৯ কবির কবিতা নিয়ে যৌথকাব্য হিসেবে প্রকাশ পেয়েছে।
মেলায় অনুপ্রাণন প্রকাশ করেছে সালাউদ্দিন সালমানের পকেট সেলাই করি ছেঁড়া জামার। এটি তার তৃতীয় কাব্যগ্রন্থ। মো: আমিরুল ইসলামের বিক্রমপুরের সাতকাহন কাব্যগ্রন্থ ও প্রবাসী লেখক জুয়েল আহসান কামরুলের বাল্টিক সাগরের নীলাভ জোৎস্না প্রকাশ করেছে বইপত্র। এই বইগুলো পাওয়া যাচ্ছে ঢাকা বইমেলাসহ মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মুন্সীগঞ্জ বইমেলায় পাওয়া যাচ্ছে। মুন্সীগঞ্জে সময়ের সাথে সাথে সৃজনশীল কর্মকান্ডে লেখকদের সংখ্যা বাড়ছে। যাকির সাইদ বলেন, পাঠক তৈরি করতে হবে। বই পাঠে নতুনদের আগ্রহ বৃদ্ধি পেলে লেখকরা নতুন বই করতে আগ্রহী হবেন।তরুণ লেখক মাহবুব আলম জয় বলেন তরুণ প্রজন্মকে বই কেনায় উৎসাহ দিতে হবে। বই পাঠে উদ্ধুদ্ধ না হলে টিকে থাক কষ্টকর হবে।
Be the first to comment on "একুশে বইমেলায় মুন্সীগঞ্জের লেখকদের বই"