স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমস্থ রিকাবী বাজারের অভিনেতা সিরাজ হায়দার স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল হয়েছে। ভাস্কর সাহিত্য সাংস্কৃতি গোষ্ঠি এই আয়োজন করে। এতে আয়োজক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামাল আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া সংগঠক মো: হেলালউদ্দিন আহাম্মদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুর-লহরী সাহিত্য সংস্কৃতি গোষ্ঠির সভাপতি শিল্পী আঃ মতিন, ভাস্কর গোষ্ঠির প্রতিষ্ঠাতা মোঃ আলী, পীর মোহাম্মদ আলী, মোঃ হোসেন মোল্লা, সৌখিন নাট্য গোষ্ঠির সভাপতি আমির হোসেন সেন্টু, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, অভিনেতা ইয়াছিন কানন, মাজহারুল ইসলাম, মোজাম্মে হক, আবুল বাসার, সৌরব আহম্মেদ জনি, হাজী আঃ জব্বারসহ অন্যান্য ব্যক্তিবর্গ। আলোচনায় বক্তারা তার জীবন সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেন।
Be the first to comment on "মিরকাদিমে অভিনেতা সিরাজ হায়দার স্মরণে শোকসভা"