শিরোনাম

মুন্সীগঞ্জে ১৩ গুনি শিল্পী পেলেন শিল্পকলা পদক

 

মাহবুব আল জয় : মুন্সীগঞ্জ ১৩ জন গুনী শিল্পীকে শিল্পকলা পদক সম্মাননা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় শিল্পকলা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি  আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক এইচ. এম রকিব হায়দারের সভাপতিত্বে  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হক। এতে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালী।

 ২০১৪ সালে সংগীতে মতিউল ইসলাম হিরু, লোক সংস্কৃতিতে সিদ্দিক পরবাসী, নৃত্যে বীনা বানার্জী, ২০১৫ সালে যন্ত্র শিল্পী হিসেবে বাদল সাহা, নাট্যশিল্পী হিসেবে মাহফুজুর রহমান লিপু, লোকসংস্কৃতিতে আব্দুল রশীদ, বাদ্যযন্ত্রে গৌতম মুখার্জী এবং ২০১৬ সালে সংগীতে মো: শহীদুল্লাহ শহীদ, লোকসংস্কৃতিতে সৈয়দ মোতালেব,  সংগীতে শাহিন মো: আমানউল্লাহ, নাট্যকলায় জাহাঙ্গীর আলম ঢালী, যন্ত্রশিল্পী হিসেবে শরীফ মাহমুদ ও নৃত্যে  রোকসানা পারভীন হেনা এই সম্মাননা অর্জন করেন। পরে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।  আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে ১৩ গুনি শিল্পী পেলেন শিল্পকলা পদক"

Leave a comment

Your email address will not be published.


*