ডেস্ক : ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বি.এন.পি-জামাত কর্তৃক সারাদেশে বিশৃঙ্খা নাশকতা এড়াতে জেলা আওয়ামী লীগ মুন্সীগঞ্জ শহরস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী পালন করে।
জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে অংশ নেয় জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, , যুগ্ম-সাধারন সম্পাদক, এ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহাম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মতিউল ইসলাম হিরু, পৌর মেয়র মোঃ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আফসারউদ্দিন ভূ’ইয়া, সাধারন সম্পাদক হাজী সামসুল কবির, শহর আওয়ামী লীগ সভাপতি পি.পি আঃ মতিন, সাধারন সম্পাদক সাইদুল রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড, সামছুন নাহার শিল্পি, জেলা শ্রমিক লীগ সভাপতি এ.টি.এম দেলোয়ার হোসেনসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এক পর্যায়ে সাবেক সংসদ সদস্য এম ইদ্রিস আলী বেশ কিছু সমর্থক নিয়ে মিছিল সহকারে অবস্থান কর্মসূচীতে যোগ দেন। শান্তিপূর্নভাবে অবস্থান কর্মসূচী সফল করায় দলীয় নেতা-কর্মি সমর্থকসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন।
ডেস্ক
Be the first to comment on "মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি"