স্টাফ রিপোর্টার : বিশ্বসাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ ইউনিটের শীতকালীন বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী লৌহজং এর ফকির বাড়ী বটতলায় আনোয়ার মিয়ার বাড়িতে বনভোজনে মেতে উঠেন সংগঠনটির সংগঠকগন। এতে কবিতা, গান, হাড়ি ভাঙ্গা, মোরগ যুদ্ধ,বেলুন ফুটানো , মেয়েদের জন্য ছিল চেয়ার খেলা, বালিস খেলা। মুন্সীগঞ্জ ইউনিটের লাইব্রেরীয়ান ত্রিদ্বীপ অধিকারীর তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের বিশ্বসাহিত্য কেন্দ্রের রাজ মল্লিক, শ্যামল, মো: রমজান, কাজল,রফিকুল সহ আরো অন্যান্য সংগঠক বৃন্দ। বনভোজন অনুুুুষ্ঠানটি পরিচালনা করেন ফজলে রাব্বি।
Be the first to comment on "মুন্সীগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্রের শীতকালিন বনভোজন"