সন্ধ্যা
রাজ মল্লিক
নামিল বুজি সন্ধ্যা
এখনি ফুটিবে নিশি গন্ধ্যা
বহিতেছে পবন অতি ধীর
পক্ষীকুল খুঁজিতেছে আপন নীড়।
ডুবিল রবি উঠিল শশী
একটু পড়ে নামিবে নিশি।
চতুষ্কোণে পড়িল আযানের ধ্বনি
প্রার্থনা কারীদের উদ্দেশ্য একমাত্র গনি।
সনাতনী রমনীরা ঘরে ঘরে দিচ্ছে ধূপধ্বনি
মন্দির হতে আসছে ঐ সন্ধ্যা মন্ত্রের বাণী।
এবার উঠিল সন্ধ্যা তারা
নিরব হইয়া পড়িল সমস্ত পাড়া।
Be the first to comment on "কবি রাজ মল্লিকের একটি কবিতা"