শিরোনাম

কবি মো: আসাদুজ্জামানের একটি কবিতা

 

 

অব্যক্ত ভালবাসা

মো: আসাদুজ্জামান

………………………

ভালবাসি,শুধু বলা হয়নি তোমায়।

বলেছি ঐ রাতের ধ্রুবতারা,

জেগে থাকা রূপালী চাঁদ,

ঘাস বনের জোনাকী পোকায়।

 

ভালবাসি,শুধু বলা হয়নি তোমায়।

বলেছি ঐ শরতের শাদা কাশ,

সদ্য ফোটা লাল  গোলাপ,

কামিনী ও হাসনা হেনায়

 

ভালবাসি,শুধু বলা হয়নি তোমায়।

বলেছি ঐ দূরের মেঘ,

দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়,

নিরবধি বয়ে চলা ঝর্ণায়।

 

ভালবাসি,শুধু বলা হয়নি তোমায়।

বলেছি ঐ ভোরের সোনালী সূর্য,

হিমেল দখিনা বাতাস,

এবং মুক্তো শিশির কনায়।

 

ভালবাসি শুধু বলা হয়নি তোমায়

বলেছি ঐ  উড়ন্ত পাখির দল,

ভেসে থাকা গাঙচিল

চির অস্থির বিপাশায়।

 

ভালবাসি শুধু বলা হয়নি তোমায়

শুধু তোমায়,শুধুই তোমায়।

 

 

Be the first to comment on "কবি মো: আসাদুজ্জামানের একটি কবিতা"

Leave a comment

Your email address will not be published.


*