শিরোনাম

সিরাজদিখান শেখরনগরে ১৮০ পিছ ইয়াবাসহ ৪ আটক

 

স্টাফ রিপোর্টার : সিরাজদিখানের শেখরনগরে ১৮০ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টায়   শেখরনগর মির্জা কান্দা সেতু ও মা শিশু কল্যান কেন্দ্র এলাকা হতে  অভিযান চালিয়ে  তাদেরকে আটক করে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: হাফিজুর রহমান মানিক।  আটকৃত মো: বাবুল (২২), প্রসেনজিৎ (২৪) সুজন দাস (২৮)আশরাফ (৩৭)   ৩ জনের বাড়ি শেখনগর এলাকায়। এবং বাবুল মিয়ার বাড়ি নোয়াখালী। পুলিশের আইসি মো: হাফিজুর রহমান জানান তাদের বিরুদ্ধে  মাদক মামলা দায়েরের    প্্র্র্র্রস্তুতি চলছে।

 

Be the first to comment on "সিরাজদিখান শেখরনগরে ১৮০ পিছ ইয়াবাসহ ৪ আটক"

Leave a comment

Your email address will not be published.


*