মাহবুব আলম জয় : পদ্মা সেতুর কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই আওয়ামীলীগ সরকারের সময়ে সমপন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়ন বান্ধব সরকার। বিগত ৯ বছরে এদেশের ব্যপক উন্নয়ন করেছে আওয়ামীলীগ সরকার। আগামিতে আরো অনেক উন্নয়ন হবে। এ সময় তিনি আরো বলেন বিএনপি আন্দোলন করা হবে বলে হুমকি দিয়ে আসছে। দেশের সাধারন মানুষ তাদের প্রতিহত করবে। তাদের আন্দোলন কখনো সফল হবে না।যারা দেশে অরাজকতা করতে চায় জনগন তাদের মোকাবিলা করবে। এতে জেলা আওয়ামীলীগ সভাপতি মো: মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Be the first to comment on "পদ্মা সেতুর কাজ শেখ হাসিনা সরকারই সমপন্ন করবে, মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের"