স্টাফ রিপোর্টার : ঢাকা বিভাগে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক মিজানুর রহমান ঝাঁতোষ। তিনি একাধারে শিক্ষক গবেষক ও লেখক । ঢাকা বিভাগে ১৭টি জেলার মধ্যে তিনি প্রতিযোগতায় এই সম্মান অর্জন করেন।তিনি এই বছর প্রথমে উপজেলায়, জেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন। ঝাঁতোষ সদর উপজেলার মিরকাদিমের সন্তান। তার ৬টি গবেষণামুলক বই প্রকাশিত হয়েছে। তিনি একাধিক সংবর্ধনা অর্জন করেন।
Be the first to comment on "ঢাকা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক হলেন মুন্সীগঞ্জের মিজানুর রহমান"