শিরোনাম

রামপালে স্কুল কমিটির নির্বাচনে বিপুল ভোটে রুমান দেওয়ান বিজয়ী

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল এন,বি,এম উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি সদস্য  পদে বিপুল ভোটে বিজয়ী  হয়েছেন মো: রুমান দেওয়ান। মাছ মার্কা প্রতীকে ৭৫৮ ভোটে তিনি চার বিজয়ী প্রার্থীর মধ্যে প্রথম হয়। তিনি  আব্দুল জলিল মাষ্টারের নাতি হাজী মো: সুলতান দেওয়ানের পুত্র। রুমান দেওয়ান রামপাল রামপাল এন,বি,এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং রামপাল এন,বি,এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ ফাউন্ডেশন ও রামপাল গণপাঠাগার এর আজীবন সদস্য এবং রামপাল যুব সংঘের সহ-সভাপতি ,ধলাগাঁও জামে মসজিদ,রামপাল দেওয়ান বাড়ী জামে মসজিদ ও রামপাল এনায়েত আলী মাদবর গণকবরস্থানে এর কার্যকরী কমিটির সদস্য। আলোকিত মুন্সীগঞ্জকে মো:  রুমান দেওয়ান বলেন, আমি সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ। তিনি  পড়া লেখার মান ও অভিভাকদের নিয়ে সার্বিক উন্নয়ন করবেন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

Be the first to comment on "রামপালে স্কুল কমিটির নির্বাচনে বিপুল ভোটে রুমান দেওয়ান বিজয়ী"

Leave a comment

Your email address will not be published.


*