স্টাফ রিপোর্টার : সদর উপজেলা পঞ্চসারের আদারিয়াতলা ডিঙাভাঙ্গা ৪ নং ওয়ার্ডে মাদক বিরোধী মিছিল করেছে এলাকাবাসী। শরিবার বিকালে এতে মিছিলে শত শত সাধারন মানুষ অংশ গ্রহন করেন । এই এলাকায় মাদক বিক্রেতা ক্রমশ বেড়ে যাওয়ায় এতে অতিষ্ট হয়ে এলাকাবাসী ফুলে ফেপে উঠেছেন। তারা পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেন। মাদক বিরোধী সংগঠনের সভাপতি, হুমায়ন কবির বলেন এলাকায় অনেক মাদক ব্যবসায়ী আছেন। তাদের বিরুদ্ধে সমাজের সকল মানুষ নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।
মুক্তার পুর নৌফাড়ীর ইনচার্জ মোঃজয়নাল আবেদীন মিছিলে পুরো এলাকাটি ঘুরে দেখেন। তিনি জানান মাদক ব্যবসায়ী ও ছিনতাই কারিদের আইনের আওতায় আনা হবে।এবং এলাকায় একটি কমিটি গঠণ করা হবে। এতে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃসফিউদ্দিন আহম্মেদ ৪ নং ওয়ার্ড মেম্বার সালাম শেখ,ইব্রাহিম মাদবর,খোরশেদ হাজী,সিরাজ মাদবর,রাসেল পোদ্দার সহ আরো অনেকে ছিলেন।
Be the first to comment on "পঞ্চসারে এলাকাবাসীর মাদক বিরোধী মিছিল"