বিজয় মানে
মিথিলা আক্তার
বিজয় মানে,খড়ের গাদায় শিশুর অবাধ লাফানি
বিজয় মানে,খুশির আমেজে বৃদ্ধার হাপানি।
বিজয় মানে, পদ্মা মেঘনা আর মধুমতির উচ্ছল ঢেউ
বিজয় মানে,খুশির আমেজে বাদ পরেনি কেউ।
সবাই ছুটে সবাই মেতে লাল সবুজকে নিয়ে
এই বিজয়ে পুতুল বরের দেবো একটা বিয়ে।
সেই বিয়েতে পুতুল বর নাচবে একা নয়
বিজয় মানে,মনের কোনে নেইকো আর ভয়।
বিজয় মানে,ধানের গোলায় ধানের মাখামাখি
বিজয় মানে,স্বাধীন আকাশে উড়ন্ত এক ঝাক পাখি।
বিজয় মানে,বোনের গলায় অপরূপ এক গান
বিজয় মানে, প্রতি দেহে ফিরেছে আবার প্রাণ ।
বিজয় মানে,ভাইয়ের খুশি, মায়ের অশ্রু হাসি
বিজয় মানে, লাল সবুজকে বড় ভালোবাসি।
Be the first to comment on "মিথিলা আক্তারের একটি কবিতা"