ইশরা তাসনীন সাফাত তৃতীয় শ্রেনীতে ট্যালেন্ডপুলে বৃত্তি পেয়েছে। সে ধলাগাঁও শান্তিনিকেতন কিন্ডার গার্ডেন স্কুল থেকে অংশ নিয়ে কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক এই বৃত্তি অর্জন করেন। এছাড়াও তার ছোটবোন আফনান তাসকীন আনুধ প্রথম শ্রেণীতে শান্তি নিকেতন প্রি-ক্যাডেট একাডেমি হতে অংশ নিয়ে সাধারন বৃত্তি পায়। এরা দুজনই পূর্ব দেওসার গ্রামের মো: শওকত ঢালীর কণ্যা। উজ্জ্বল জীবন গঠণে তারা সকলের নিকট দোয়া প্রার্থী
।
Be the first to comment on "কচিমুখ : দুইবোন বৃত্তি পেয়েছে"