স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ সালে মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ,কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সরকার প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচি গ্রহন করে থাকে । মঙ্গলবার বিকালে জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়লা ফারজানা এই মর্যাদা অর্জনের ক্রেষ্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুজ্জামানের হাতে।
এসময় ক্রেস্ট গ্রহণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠক মাসুদ ফকরী খোকন। বর্তমানের এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। ১৯৬১ সালের ১ জানুয়ারী রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেল রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়"