মাহবুব আলম জয় : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানটি মনে পড়ে গেল। মানুষের জন্যই মানুষকে কাজ করতে হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে রাস্তায় শুয়ে দিন পার করছেন ভাগ্যের কাছে হেরে যাওয়া অসুস্থ দেলোয়ার হোসেন।দূর থেকে দেখলে অনেকেই তাকে পাগল ভেবে থাকবেন । কিন্ত সে আদৌ কোন পাগল নয়। চিকিৎসা আর সাহায্যের অভাবে তার একটি পায়ে বেশ ক্ষত হয়ে তা হতে বেশ দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকালে রামপাল হাইস্কুল মাঠের পাশে রাস্তায় তাকে দেখা যায়। দেলোয়ার এ প্রতিবেদককে জানান তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে। তার বাবা মৃত হারুন অর রশিদ। সে ৪ মাস আগে ঢাকায় সড়ক দুর্ঘটনায় পড়ে। ভুল বশত : মুন্সীগঞ্জের বাসে উঠে এখানে এসেছেন। সুচিকিৎসা ও মানবিক সহায়তা পেলে দেলোয়ার ফিরে যেতে পারেন তার পরিবারের কাছে। মঙ্গলবার দেওসারের স্থানীয় যুবক আলামিন ঢালী তাকে খাবার কিনে দেন। কেউ খাবার তিলে তিনি খাচ্ছেন না হলে খেতে পারছেন না।
—- দৈনিক সভ্যতার আলো
Be the first to comment on "অসুস্থ্যতায় রাস্তায় রাস্তায় শুয়ে জীবন কাটাচ্ছে দেলোয়ার, মানবিক সাহায্যের প্রয়োজন"