শিরোনাম

রামশিংয়ে ছাত্রের উপর হামলা, আহত অভি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

 

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার রাশমিং এলাকায় খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  রামপাল হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্র মো: অভি (১৬)  হামলায় গুরতর অসুস্থ্য হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।  শুক্রবার সকালে রামশিংয়ে ক্রিকেট খেলায় মো: শিহাব ও অভির সাথে সিনিয়র জুনিয়র নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। স্থানীয়দের সূত্রে জানা যায় পরে দুপুরের দিকে শিহাব (২০) অভিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এবং মাথায় একাধিক আঘাত করে।  পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা হাসপাতালে পাঠায়।  এই ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: আশরাফউদ্দিন সভ্যতার আলোকে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেনীর ছাত্র অভির উপর হামলা চালানো হয়েছে। এতে সে গুরতর আহত হয়েছে। অভির স্বজন মো: আদর বলেন, অভির প্রচুর রক্ত ক্ষরণ ও মাথায় অনেক ক্ষত হওয়ায় অবস্থা অনেক অবনতির দিকে। অভি মুক্তিযুদ্ধা মো: ইয়াদ সিয়ার নাতি। এদিকে এই ঘটনায় রামশিংয়ে উত্তেজনা বিরাজ করছে।

Be the first to comment on "রামশিংয়ে ছাত্রের উপর হামলা, আহত অভি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে"

Leave a comment

Your email address will not be published.


*