আরিফ হোসেন: শ্রীনগর সরকারী কলেজের ছাত্রাবাসে বসে ইয়াবা সেবনের সময় জেলা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন নীরবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদ্দাম সরকারী শ্রীনগর কলেজের ছাত্র না হলেও সে ওই কলেজ ছাত্রাবাসের ৩০২ নম্বর রুমে গিয়ে প্রায়ই ইয়াবা সেবন করত। বুধবার সকালে সে ইয়াবা নিয়ে ছাত্রাবাসে ঢুকলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে কয়েক পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এব্যাপারে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ২৪
শেয়ার করুনঃ
Be the first to comment on "শ্রীনগরে কলেজ ছাত্রাবাসে ইয়াবা সেবনের সময় জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার"