স্টাফ রিপোর্টার : সদর উপজেলার রামপালের উত্তর পানহাটা গ্রামে ঋতু আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এটা আত্মহত্যা না খুন বিষয়টি খোলাসা না হওয়ায় রহস্যনজনক মনে করছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ভোর সকালে তার স্বামী শিপন ফকিরের বসত ঘরে তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে জানায়। মুন্সীগঞ্জ সদর থানায় ঋতুর পরিবার এবটি হত্যা মামলা করে। এদিকে খুনের অভিযোগে হত্যা মামলায় তার স্বামী মো: শিপন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ঘরে ৪ বছরের একটি প্রতিবন্ধী পুত্র সন্তান রয়েছে। এই বিষয়ে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন দাবি করছে এটি আত্মহত্যা। স্থানীয়দের সূত্রে জানা যায় দুজনের মধ্যে অনেকদিন যাবৎ বনাবনি হচ্ছিল না। সদরের বিনোদপুর গ্রামের মেয়ে ঋতু বাল্য বিবাহের বলি হয়েছে।
এ বিষয়ে সদর থানা ওসি মো: আলমগীর হোসাইন জানান, আত্মহত্যার প্রচোরনার অভিযোগে (৩০৬) দন্ড বিধি রুজু করে স্বামী শিপন ফকির গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। গৃহবধূর লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মেয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন জানান, আত্মহত্যার প্রোরচনার অভিযোগে (৩০৬) দন্ড বিধি রুজু করে স্বামী শিপন ফকির গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মেয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্য জনক মৃত্যু।। স্বামী গ্রেফতার"