স্টাফ রিপোর্টার: লৌহজং উজেলার পদ্মারপাড়ে গাওদিয়া শামুর বাড়ি এলাকায় রবিবার বিকালে আধুনিক কিন্ডার গার্টেন স্কুল মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমি উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক ব্রি. জেনারেল (অব.) এ জে এম ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, অতিরিক্ত পুলিশ সুপার কাজী লিমা, বিডি এডুকেশন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সুমন আহম্মেদ,ফাহাদ খান, মেজর (অব.) জুনায়েদ আহমেদ প্রমূখ। পদ্মারপাড়ে আধুনিক পদ্ধতিকে শিক্ষা প্রদানে ইউনাইটেট ট্রাস্টের সহায়তায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।
Be the first to comment on "পদ্মারপাড়ে আধুনিক কিন্ডারগার্টেন স্কুল উদ্বোধন"