শিরোনাম

রামপালে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে সংরক্ষিত প্রার্থী ফাতেমা

{"total_draw_time":0,"uid":"3d8d4629-794b-4122-a8a0-e467d71acb55","layers_used":0,"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","effects_applied":0,"brushes_used":0,"total_effects_time":0,"total_draw_actions":0,"total_editor_actions":{"border":1},"longitude":-1,"total_effects_actions":0,"latitude":-1,"tools_used":{"crop":1,"flip_rotate":1},"fte_image_ids":[],"total_editor_time":81}

 

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়েছেন ফাহমিদা নাজনীন ফাতেমা। তিনি আগামি ২৭ জানুয়ারী এই নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটের মাঠে কলস প্রতীকে এগিয়ে আছেন বলে অনেকে মত প্রকাশ করেছেন।  ফাতেমা বেগম রামপাল হাই স্কুল ও রামপাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তার বাবা প্রয়াত আলী হোসেন হাওলাদার, মাতা রহিমা বেগম। তার স্বামী মো: মহিউদ্দিন আল মামুন বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফাতেমা বেগম রামপাল গন পাঠাগারের আজীব সদস্য। কলস মার্কায় অভিভাকদের ভোটে তিনি জয়ী হবেন বলে প্রত্যাশা জানিয়েছেন।

Be the first to comment on "রামপালে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে সংরক্ষিত প্রার্থী ফাতেমা"

Leave a comment

Your email address will not be published.


*