কবি যাকির সাইদের একটি কবিতা January 13, 2018 পাতার আড়ালে যাকির সাইদ পাতার ভেতরে পাতা প্রাণের ভেতরে প্রাণ মাথার ভেতরে সূর্য ধুলো মলিন। কতোটুকু দূরে গেলে সবুজ আড়াল করে পৃ থিবীর রঙ হয় নীল। কবিতার ভেতরে কবিতা ততোটুকু দূরে মানুষ পাঠ করলে শুধু মানুষই কাছে আসে? Related
Be the first to comment on "কবি যাকির সাইদের একটি কবিতা"