শিরোনাম

৭৬টি স্টল নিয়ে মুন্সীগঞ্জে উন্নয়ন মেলা শুরু

 

সুমিত সরকার সুমনঃ ৭৬টি স্টল নিয়ে মুন্সীগঞ্জে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।

পরে সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকমিশনের সচিব আকতারি মমতাজ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হক, মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান গাজ্জালী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলম মজুমদার, স্থানীয় সরকার উপসচিব আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবীর, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস-উজ্জামান আনিস প্রমুখ।

Be the first to comment on "৭৬টি স্টল নিয়ে মুন্সীগঞ্জে উন্নয়ন মেলা শুরু"

Leave a comment

Your email address will not be published.


*