স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমের রামগোপালপুর এলাকায় ট্রাক চাপায় শুক্রবার সন্ধ্যায় দুইজন নিহত হয়েছেন। তারা মোটর সাইকেলযোগে রিকাবী বাজার হতে সিপাহিপাড়া যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিকে ভাঙ্গচুর করে। পরে ট্রাকটি আগুনে জ্বালিয়ে দিতে চাইলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে নিহত হন মো: এইচ.এম সোহাগ। সোহাগ মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি পটুয়াখালী। এবং অপরজন জেকরুল ইসলামকে ঢাকা হাসপাতালে নেওয়ার সময় রাতে সে মারা যায়। জেকরুল মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার পদে দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। এই বিষয়ে সভ্যতার আলোকে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: সাইফুল ইসলাম সবুজ জানান পল্লী বিদ্যুতের ১ কর্মিসহ ১ শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত হন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। এদিকে প্রিয়জনের মৃত্যুর সংবাদে দুইজনের পরিবারে বইছে শোকের মাতম।
Be the first to comment on "মুন্সীগঞ্জে ট্রাক চাপায় নিহত ২, স্বজনেদর আহাজারী"