শিরোনাম

কান্তা আক্তারের একটি কবিতা

 

মা

কান্তা আক্তার

 

এ ছোট্র একটি কথা কত মধুময়,

যার তুলনা কারো সাথে নাহি হয়।

একটি “অক্ষর” একটি  “আকার”

মা, মনে পড়তেই হৃদয়ে ভরে উঠে জোয়ার।

তপ্ত মরুভূমির বৃক্ষের ছায়া,

তার চেয়ে ও অনুপম তোমার মায়া।

” মা” কথাটি কত মধুর কত মিষ্টি

যা পৃথিবীর সব শব্দের সেরা সৃষ্টি।

“মা” তুমি সত্যিই মহীয়সী,

সন্তানের প্রতি তোমার অবদান নেই  কোন তুলনা।

” মা” তুমিই বিশ্বের শ্রেষ্ঠ বীরাঙ্গনা,

মহান আল্লাহর পরেই স্মরণ করি তোমাকে,

তুমি আমার কত আদরের স্নেহময়ী ” মা”

Be the first to comment on "কান্তা আক্তারের একটি কবিতা"

Leave a comment

Your email address will not be published.


*