ডেস্ক রিপোর্ট : আইজিপি ব্যাজ পেলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা। বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এএসপি লিমা’কে আইজিপি ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
প্রতি বছর প্রশংসনীয় এবং ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যদের মধ্যে “আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ” প্রদান করা হয়। ২০১৭ সালের জন্য এ বছর এ পদক দেয়া হয় ৩২৯ জন পুলিশ সদস্যকে।
গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে পুলিশ সদস্যদের মাঝে আজ এ ব্যাজ বিতরণ করা হয়।
Be the first to comment on "আইজিপি পদক পেলেন এএসপি লিমা"