বাউলা সুর লয়ে আউলা বেশে,
চলে গেলে অবশেষে।
ফিরবেনা কোন কাল, কোন জনমের পথ ধরে,
হাজারো চলার পথ স্মৃতির পাতায় পরে, ডাকবে তোমায় বারে বারে।
কোন ধারার পথ বেয়ে, আসবে ফিরে?
জানি গেছো চলে, নিয়ে মোর জীবন থেকে কেড়ে।
১২ টি মাসের একটি বছর।
হৃদয়ে এঁটে মমতার অাচর।
আমায় হা হুতাশির পথের পথিক করে,
নতুনের গতি ধরে, কোথা গিয়ে দাঁড়াবে জীবন, কোথা থাকবে পরে।
এম্নি করে হারাতে হারাতে, জীবনের অধ্যায় বুঝি,
হারাবে সোজা সোজি।
ইতি টানবে এখানেই. আমার জীবন কবিতার শেষটা সেখানেই।
munshigonj24
শেয়ার করুনঃ
Be the first to comment on "পুরান শেষে নতুন আসে – জসীম উদ্দীন দেওয়ান"