চিটাগাং আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০১৭ প্রাথমিক সমাপনি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সাবরিনা চৌধুরী ইয়ামনি। তার বাবা চিটাগাংয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াকুব চৌধুরী নাজিম মাতা শিউলি ইয়াছমিন শবনম।
ইয়ামনি মুন্সীগঞ্জের বিশিষ্ট ডা: মো: জুলহাস মিয়ার নাতনী।সাবরিনা ভবিষৎতে নানার মতো ডাঃ হয়ে মানব সেবায় নিয়োজিত হতে চায়।। উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।
Be the first to comment on "কৃতিমুখ : জিপিএ ৫ পেয়েছে ইয়ামনি"