স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৪ দিন ব্যপি শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে এই উদ্ধোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম, ঢাকা বিভাগীয় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক মো: সাব্বির হোসাইন জাকির, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, হিরন কিরণ থিয়েটারের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান অপু, জাগরণ থিয়েটারের সাধারন সম্পাদক মো: মোহন ও নাট্যকর্মি মো: শামিম শেখ প্রমূখ।
এতে বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ ও ক্ষুদে শিশু শিল্পীরা উপস্থিত ছিলেন। উদ্ধোধনী দিনে ৭টি ছবি প্রদর্শিত হয়। ছবিগুলোরর মধ্যে রয়েছে বাঁশের খেলনা, সমান্তরাল যাত্রা,দৃষ্টি হারা গল্প,এ লেটার টু গড,মন ফড়িং, স্বপ্নপাখি ও রাজপুত্তুর।
Be the first to comment on "মুন্সীগঞ্জে শিশু চলচ্চিত্র উৎসব শুরু"