স্টাফ রিপোর্টার :সিরাজদিখানে পুলিশ কর্মকর্তার উদ্যোগে সড়ক এখন জঙ্গল মুক্ত। শেখর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো: হাফিজুর রহমান এই উদ্যোগ নেন। তুলসী খালী ব্রীজ হতে খারশুর বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার ঢাকা- দোহার,নবাবগঞ্জগামী পাকা রাস্তার দু ‘ পাশে ঘন ঝোপ জঙ্গলে পরিপূর্ন ছিল।রাতের বেলায় প্রায় সময় নবাবগঞ্জ,দোহার হতে ঢাকা গামী এবং ঢাকা হইতে নবাবগঞ্জ,দোহার গামী অনেক লোকজনের মূল্যবান জিনিস পত্র, টাকা পয়সা,এমন কি পাসপোর্ট পর্যন্ত ছিনতাই ও ডাকাতি হত, ডাকাত ও ছিনতাইকারীর আঘাতে অনেকে গুরুত্বর আহত হত উল্লেখিত জায়গায়। রাতের অন্ধকারে যে কেউ উক্ত রাস্তা দিয়া যাতায়াতের সময় ভয়ে আতংকিত থাকত। ব্যক্তিগত চেষ্টায় রাস্তার পাশের ঝোপ জঙ্গল পরিষ্কার করাননোর ব্যবস্থা করেন পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান।
যাতে ঝোপ জঙ্গলে ডাকাত বা ছিনতাইকারীরা লুকিয়ে থাকতে না পারে। উক্ত রাস্তা দিয়া বর্তমানে লোকজন নির্ভয়ে যাতায়াত করছে রাস্তার পাশে ফাকা জায়গায় বে-সরকারি উদ্যোগে একটি পুলিশ বক্সের নির্মান কাজ চলমান রয়েছে। পুলিশ জনগনের বন্ধু এই বার্তাই দিচ্ছেন পুলিশের এই উদ্যোগ।
—- সভ্যতার আলো
Be the first to comment on "সিরাজদিখানে পুলিশ কর্মকর্তার উদ্যোগে সড়ক এখন জঙ্গল মুক্ত"